গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গলায় ফাঁস দিয়ে ডালিম (২৩) নামে এক যুবক আত্মহত্যা করেছে।
শুক্রবার রাতের কোনো এক সময় সে আত্নহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। শনিবার সকালে পুলিশ তার বাড়ি থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে। সে উপজেলার বোয়ালিয়া গ্রামের আসরাফুল ইসলামের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রেজানা যায়, শুক্রবার রাতে বাইরে থেকে বাড়িতে এসে সে শারীরিক অসুস্থতার কথা পরিবারকে জানায়। পরে রাতের কোনো এক সময় নিজ শয়ন কক্ষের তীরের সাথে গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করে। ভােরে পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেয়। পরিবারের দাবি সে দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলো।
গোমস্তাপুর থানার ওসি (তদন্ত) সেলিম রেজা জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।