গোমস্তাপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২২

গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গলায় ফাঁস দিয়ে আরিফুল নামে একজন আত্মহত্যা করেছেন।

শনিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার চৌডালা ইউনিয়নের বেলাল বাজার ছাইতুনতলা পলাশের আমবাগানে গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি; উপজেলার চৌডালা ইউনিয়নের বেলাল বাজার নামোটোলা গ্রামের চারুলের ছেলে আরিফুল ইসলাম (২৩)।

স্থানীয় জানায়, পারিবারিক কলহের কারণে স্ত্রীর উপরে অভিমান করে আরিফুল ছাইতুনতলা পলাশের আমবাগানে গাছের ডালের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

গোমস্তাপুর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন, আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা প্রক্রিয়াধিন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

পোস্টটি শেয়ার করুন