গোমস্তাপুরে চাঁদা না দেয়ায় জেলেদের উপর হামলা ; আহত ৩

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১:০২ পূর্বাহ্ণ, অক্টোবর ৩, ২০২২

গোমস্তাপুর প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জেলে নেতাকে চাঁদা না দেওয়ায় তার লোকজনের হামলায় ৩ জন জেলে আহত হয়েছে।

শনিবার রাতে উপজেলার রাধানগর ইউনিয়নের সিঙ্গাবাদ পাথার বিলে এ ঘটনা ঘটে।

ঘটনার শিকার জেলেরা জানায়, শনিবার রাতে ওই বিলে মাছ ধরার সময় ওই এলাকার  জেলে নেতা দূরুলের নেতৃত্বে প্রায় শতাধিক সন্ত্রাসী দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। এতে ৩ জন সাধারন জেলে আহত হয়। আহত জেলেরা হলো- একই ইউনিয়নের জশৈল গ্রামের আব্দুল মতিন(৪৫), রাজিব হোসেন (১৭)ও তুষার (২২)। তারা বর্তমানে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

তারা আরও জানায়, সরকারী ভাবে ইজারা দেয়া ওই বিল বর্তমানে জোরপূর্বক দখলে নিয়ে  জেলে নেতা দূরুল টাকার বিনিময়ে সাধারন জেলেদের মাছ ধরতে দিচ্ছে। বিলটি উম্মুক্ত জলাশয় হওয়ায় তারা ওই জেলে নেতাকে টাকা না দেয়ায় সে তাদের উপর এ হামলা চালায়।

বিষয়টি নিশ্চিত করে ওই এলাকার ইউপি সদস্য মাহাবুর রহমান জানান, ঘটনাটি সে সকালে জেনেছে। জেলে নেতা দূরুল তাদের উপর হামলা চালিয়েছে বলে আহত জেলেরা তাকে জানিয়েছে।

এ ব্যাপারে জানতে জেলে নেতা দূরুলের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

এ প্রসঙ্গে গোমস্তাপুর থানার ওসি আলমাস আলী সরকার জানান, শনিবার রাতে ওই বিলে জেলেদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় এখনো কেউ কোন অভিযোগ করেনি।

পোস্টটি শেয়ার করুন