গোমস্তাপুরে চৌডলা প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৯:৫২ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২৩

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুরে চৌডলা প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ২০ মার্চ বিকাল ৪টায় চৌডালা ফুটবল ক্লাবের আয়োজনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; চাঁপাইনবাবগঞ্জ -২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মুঃ জিয়াউর রহমান।

প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন; চৌডলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুঃ গোলাম কিবরিয়া হাবিব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন মন্ডল, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ আনসারুল হক (ডাক্তার), সাবেক সাধারণ সম্পাদক মোঃ কয়েস উদ্দিন (ডাক্তার) প্রমুখ।

উক্ত খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন; চৌডলা জহুর আহম্মেদ কলেজের অধ্যক্ষ ও চৌডলা ফুটবল ক্লাবের সভাপতি আলহাজ্ব মোঃ কামরুজ্জামান।

খেলা শেষে চাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

পোস্টটি শেয়ার করুন