গোমস্তাপুরে জাগ্রত তরুণ সংঘের বৃক্ষরোপণ

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ২:৩৯ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২০

গোমস্তাপুর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ গোমস্তাপুর উপজেলার রহনপুরের ত্যাগী ও গুণী মানুষের স্মৃতিতে জাগ্রত তরুণ সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

বুধবার সকালে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরে বৃক্ষরোপন করে উদ্বোধন করা হয়। এছাড়া রহনপুর পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,মসজিদ,রহনপুর তদন্ত কেন্দ্রসহ পৌরসভার বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করা হয় ।

এতে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সারোয়ার জাহান, রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের প্রভাষক হাবিবুর রহমান,হারুন-অর-রশিদ,রহনপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল মালেক, উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম, গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি নূর মোহাম্মদ, সাংবাদিক নাহিদ ইসলাম, জাগ্রত তরুণ সংঘের সাধারণ সম্পাদক মোরশেদুল হাসান সাগর,উপদেষ্টা ইফতেখার,আইজুল হক সহ সদস্যবৃন্দ। মোট ১০০ টি বিভিন্ন প্রজাতির গাছ রোপন করা হয়।

পোস্টটি শেয়ার করুন