গোমস্তাপুর প্রতিনিধি: শেখ হাসিনার বার্তা নারী পুরুষ সমতা, সময়ের অঙ্গিকার কণ্যা শিশুর অধিকার শ্লোগান কে সামনে রেখে জাতীয় কন্যাশিশু দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার উপজেলা প্রাশাসনের সহযোগিতায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন- উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাস।
বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হাবিবুর রহমান, উপজেলা প্রসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম, উপজেলা মহিলা বিষয়ক অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ইমদাদুল হক, উপজেলা তথ্য আপা কর্মকর্তা তাকদিরা খাতুন, গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি নুর মোহাম্মদ, আইজি এ প্রকল্পের ট্রেনার মেহেদী হাসান, শামসুন্নাহার টুম্পা প্রমুখ।
আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।