গোমস্তাপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১১:৩৮ পূর্বাহ্ণ, অক্টোবর ৬, ২০২২

গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবয়াবগঞ্জের গোমস্তাপুরে সবার জন্য প্রয়োজন জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন শ্লোগানে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২২ উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল দশটায় উপজেলা সভাকক্ষে উপজেলা প্রশাসন আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা।

বিশেষ অতিথি ছিলেন রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান।

বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হামিদ, পাবর্তীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম, উপজেলা প্রকৌশলি সুলতানুল ইমাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হাবিবুর রহমান প্রমুখ।

পোস্টটি শেয়ার করুন