গোমস্তাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৯:২১ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২২

এমরান আলী বাবুঃ “মুজিববর্ষের সফলতা, দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে রোববার (১০ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে র‍্যালী অনুষ্ঠিত হয়। র‍্যালী টি উপজেলার রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে রহনপুর পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে বিদ্যালয় চত্ত্বরে ভূমিকম্প, অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধির মহড়া অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন; উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন, উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রকৌশলী হাবিবুর রহমান, রহনপুর ফায়ার সার্ভিসের সাব স্টেশন মাষ্টার আকবর আলী, রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউসার আলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, রিপোটার্স ক্লাবের সম্পাদক মনিরুল ইসলামসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

পোস্টটি শেয়ার করুন