গোমস্তাপুর প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নে বেসরকারী উন্নয়ন সংস্থা (এনজিও) ডাসকোর বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন দাতা সংস্থার প্রতিনিধিরা।
বৃহস্পতিবার বিকেলে ডাসকোর বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন সুইস ডেভেলপমেন্ট কো-অপারেশনের প্রতিনিধি মিঃ পিটার।
এ সময় আরো উপস্থিত ছিলেন- ডাসকোর নির্বাহী পরিচালক আকরাম আলী, সুইস রেডক্রসের কান্ট্রি ডিরেক্টর অমিতাভ রেজা, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, ডাসকো ফাউন্ডেশনের আঞ্চলিক সমন্বয়কারী সেলিম রেজা।
পরে তারা জিনারপুর খাঁড়িপাড়ায় প্রকল্প এলাকা পরিদর্শন করেন।