গোমস্তাপুর (চাপাই নবাবগঞ্জ) প্রতিনিধি: প্রগতিশীল প্রযুক্তি অন্তর্ভুক্তি উন্নতি শ্লোগান কে সামনে রেখে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার সকাল দশ টায় উপজেলা প্রশাসন আয়োজনে একটি র্যালি রহনপুর পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন।
বক্তব্য রাখেন উপজেলা প্রনিসম্পদ অফিসার কাওসার আলি, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার রাইসুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার তানভির আহমেদ সরকার, উপজেলা সমাজ সেবা অফিসার নুরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হাবিবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম, উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম, উপজেলা তথ্য আপা কর্মকর্তা তাকদিরা খাতুন, রহনপুর রাবেয়া বালিকা বিদ্যালয়ের ছাত্রী ইসমত আরা মুন্নি, তোজাম্মেল হোসেন একাডেমির ছাত্র আকাশ ।
সভা শেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল বাংলাদেশ দিবস এর অনুষ্ঠান সরাসরি প্রচার করা হয়।