গোমস্তাপুরে দুঃস্থ রোগীদের মাঝে অনুদানের চেক হস্তান্তর

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২২

গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভিন্ন দূরারোগ্য রোগে আক্রান্ত অসহায় ও দুঃস্থ রোগীদের মাঝে অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে  উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে উপজেলা সভাকক্ষে এ চেক হস্তান্তর করা হয়।

উপজেলা নিবার্হী অফিসার আসমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ূন রেজা, সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম প্রমূখ।

পরে ৩০জন রোগীর মাঝে ৫০হাজার টাকা করে প্রত্যেকে চেক হস্তান্তর করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন