

গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুরে দুস্থ ও অপুষ্টি সম্পন্ন মানুষের মাঝে পুষ্টি জাতীয় খাবার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে জনস্বাস্থ্য পুষ্টি অধিদপ্তরের আয়োজনে এ বিতরণ কার্যক্রম চলে।
এসময় উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও সাবেক সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান, উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) আসমা খাতুন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল হামিদ,মেডিকেল অফিসার ডা. মু.সেলিম রেজা, ডা. মো. ফিরোজ কবির প্রমূখ।
উপজেলার অসহায় দুস্থ ও অপুষ্টিতে থাকা ১০০ জন মানুষের মাঝে এসব পুষ্টি জাতীয় খাবার বিতরণ করা হয়।
অন্যদিকে রহমতপাড়া হাফেজিয়া সালাফিয়া মাদ্রাসা ও এতিমখানা ইফতার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সাবেক সাংসদ গোলাম মোস্তফা বিশ্বাস ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল হামিদ প্রমূখ