গোমস্তাপুরে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া মাদ্রাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২২

গোমস্তাপুর প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থী হোসাইনের (১৫) লাশ ২ দিন পর উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সকালে গোমস্তাপুর- কানসাট সড়কের চৌডালা সেতুর নিচ থেকে মহানন্দা নদীতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

এর আগে বুধবার সকালে সে রহনপুর রেলস্টেশন সংলগ্ন রেলব্রিজের নিচে পূর্ণভবা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। সে রহনপুর পৌর এলাকার হামিদপাড়ার আব্দুল আলিমের ছেলে ও স্থানীয় একটি হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। রাজশাহী ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল গত ২ দিন চেষ্টা করেও তার লাশ উদ্ধার করতে পারেনি। পরে শুক্রবার সকালে তার লাশ ওই স্থানে ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। সেখান থেকে রহনপুর ফায়ার সার্ভিসের একটি দল তার লাশ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করে।

পোস্টটি শেয়ার করুন