এমরান আলী বাবুঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উপজেলার পর্যায়ের কর্মকর্তা, বিশিষ্ট, ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সাংবাদিকদের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুনের পরিচিতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১০ টায় উপজেলা সভাকক্ষে আয়োজিত এই পরিচিতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পরিচিতিমূলক সভায় বক্তব্য দেন; চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান, সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তাফা বিশ্বাস, গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খাঁন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নূহ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) দিলীপ কুমার দাস, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, বীরমুক্তিযোদ্ধা তাজুল ইসলাম সোনার্দী ও মোস্তফা কামাল, সাংবাদিক আতিকুল ইসলাম আজম, রেলবন্দর বাস্তবায়ন পরিষদের আহবায়ক নাজমুল হুদা খান রুবেল প্রমুখ।
পরিচিতিমূলক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নবাগত ইউএনও আসমা খাতুন।
তিনি এসময় সফলতার সাথে দায়িত্ব পালনে উপস্থিত সকলের সহযোগিতা চান। তিনি এই উপজেলাকে মডেল উপজেলা হিসেবে দাঁড় করাতে চান।