

গোমস্তাপুর প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার নবাগত অফিসার ইনচার্জ দিলীপ কুমার দাস এর সাথে উপজেলা সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার সকালে গোমস্তাপুর থানা চত্বরে গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাব ও উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা বিনিময় ও পরিচিতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি নূর মোহাম্মদ (দৈনিক সোনালী সংবাদ,চাঁপাই দৃষ্টি), সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম দোয়েল (মাই টিভি), সিনিয়র সদস্য সালাম তালুকদার (দৈনিক ভোরের কাগজ), কোষাধক্ষ্য আপেল মাহমুদ (সময়ের কণ্ঠস্বর),আব্দুল বাশির ( দৈনিক ঢাকা প্রতিদিন, দৈনিক উপচার), আব্দুর রহিম(ভোলাহাট সংবাদ), উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমেদ (দৈনিক খোলা কাগজ,) সদস্য নাহিদ ইসলাম(দৈনিক যুগান্তর) আল মামুন বিশ্বাস(দৈনিক মানবজমিন),সদস্য সারোয়ার জাহান সুমন (দৈনিক আমাদের অর্থনীতি), সদস্য দেলোয়ার হোসেন রনি (দৈনিক ভোরের ডাক) সহ প্রেসক্লাবের সদস্য বৃন্দ।
ওসি দিলীপ কুমার দাস উপজেলায় মাদক, সন্ত্রাস ও নারী নির্যাতন বন্ধ করাসহ সার্বিক বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।