গোমস্তাপুরে নবাগত জেলা প্রশাসকের পরিচিতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২২

গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুরে উপজেলা পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদের সাথে পরিচিতিমূলক মতবিনিময় সভা করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলার নবাগত জেলা প্রসাশক এ.কে.এম গালিভ খান।

বৃহস্পতিবার ১০ ফেব্রুয়ারি বেলা ১২ টায় উপজেলা সভাকক্ষে আয়োজিত এই পরিচিতিমূলক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান।

সভায় বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপাপ্ত সভাপতি ও সাবেক সাংসদ মু: জিয়াউর রহমান, গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ গোলাম মোস্তফা বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব হুমায়ন রেজা, অতিরিক্ত পুলিশ সুপার গোমস্তাপুর সার্কেল শামছুল আজম, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল ও তাজুল ইসলাম সোনার্দি, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ গোমস্তাপুর দিলীপ কুমার দাস, গোমস্তাপুর ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মন্ডল, পার্বতীপুর ইউনিয়ন চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌসি বেগম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার নাসির উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, রহনপুর ষ্টেশন বাজার কল্যান বহুমূখী সমবায় সমিতির সভাপতি নাজমুল হুদা খান রুবেল প্রমুখ।

এছাড়াও এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, স্থানীয় রাজনীতিবিদ, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, ব্যবসায়ী নেতৃবৃন্দসহ উপজেলার বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।

পোস্টটি শেয়ার করুন