গোমস্তাপুর প্রতিনিধিঃ নিত্যপণ্যের ঊর্ধ্বতির মধ্যে নিম্ন-মধ্য আয়ের মানুষের আর্থিক সাশ্রয়ে কথা বিবেচনায় নবম দফায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)র পণ্য বিক্রির উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকালে উপজেলার রহনপুর পৌর এলাকার কলেজমোড়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন।
এসময় উপস্থিত ছিলেন, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খাঁন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাউসার রহমান সাগর প্রমুখ।
উল্লেখ্য ২০ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত উপজেলার ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়নের ২৭ টি স্পটে টিসিবির পণ্য সামগ্রী বিতরণ করা হবে। ইতিমধ্যে উপজেলায় ১২ জন ডিলার নিয়োগ দেয়া হয়েছে।
এছাড়া উপজেলা প্রশাসন মনিটরিংয়ের জন্য ৯ জন কর্মকর্তা নিয়োগ দিয়েছে। উদ্বোধনী দিনে রোববার রহনপুর পৌরসভা তিনটি ও রহনপুর ইউনিয়নের তিনটি মোট স্পটে টিসিবির পণ্য দেয়া হয়।