গোমস্তাপুর প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পর্যটন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জুন) উপজেলা পরিষদ সভাকক্ষে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সহায়তায় আয়োজিত এ কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুন।
প্রধান অতিথি ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন রেজা, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু,উপজেলা প্রকৌশলী এলজিইডি সুলতানুল ইমাম,উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ কাওসার আলী প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, রহনপুর পৌরসভার প্যানেল মেয়র জাহানারা পারভীনসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সাংবাদিকরা।