গোমস্তাপুরে প্রতিপক্ষের হামলায় আহত দুই ছাত্রলীগ নেতা।

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২২

সিফাত রানা গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :দলীয় গ্রুপিংয়ের কারণে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ ছাত্রলীগের দুই নেতার উপর গোমস্তাপুর উপজেলা ছাত্রলীগের ছাত্রলীগের সহ-সভাপতি নেতৃত্বে হামলার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার ১লা নভেম্বর বেলা সাড়ে এগারটার দিকে উপজেলার রহনপুর পৌরসভার কলোনী মোড়ে এই হামলার ঘটনা ঘটে।

সন্ধ্যায় থানায় অভিযোগ দায়ের করে হামলার শিকার শাহিন রেজা। সে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি ও হামলায় আহত আরেকজন কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন।

এজাহার ও ঘটনা সূত্র মতে; মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে ছাত্রলীগ নেতা শাহিন রেজাকে মোবাইলে কল দিয়ে রহনপুর কলোনী মোড়স্থ জনকল্যাণ অফিসের সামনে ডাকে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাব্বির হোসেন প্রিন্স। শাহিন রেজা ও তার সহযোদ্ধা ফারুক হোসেন জনকল্যাণ অফিসের সামনে আসলে তাদের উপর সাব্বির আহমেদ প্রিন্সের নেতৃত্বে মারুফ, মিজানুরসহ ৮-৯ জন দেশীয় ও ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। এসময় তাদের হাতে থাকা থাকা লোহার রড ও হাতুড়ি র আঘাতে আহত হয় শাহিন রেজা ও ফারুক। স্থানীয় উপস্থিত জনতা এগিয়ে আসলে হামলাকারীরা চলে যায়। পরে শাহীন রেজা ও ফারুক হোসেন কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

দুই নেতার উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ ছাত্রলীগ। কলেজ ছাত্রলীগের সভাপতি দুরুল হোদা ও সাধারণ সম্পাদক মুঃ মুরসালিন আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে হামলাকারীদের সাংগঠনিক ও আইনী ব্যবস্থার মাধ্যমে শাস্তি দাবি করেন তারা।

এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুবুর রহমান এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।

হামলার ঘটনার বিষয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার জামান আনসারী বলেন; ঘটনার পর অভিযুক্ত উপজেলা ছাত্রলীগ নেতা সাব্বির আহমেদ প্রিন্স কে কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়েছে। আগামীকালের মধ্যে যথাযথ উত্তর না পেলে সাংগঠনিক ব্যবস্থার জন্য জেলাতে সুপারিশ করা হবে।

পোস্টটি শেয়ার করুন