গোমস্তাপুরে প্রধানমন্ত্রীকে কটুক্তি করার প্রতিবাদ করায় আ’লীগ নেতার রগ কাটলো বিএনপি
ট্রিবিউন ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিএনপি কর্মী কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অকথ্য ভাষায় গালিগালাজের বিরুদ্ধে প্রতিবাদ করায় আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হাতের রগ কেটে জখম করেছে জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম আহবায়ক আল আমিন ও তার সহযোগী ক্যাডাররা।
বৃহস্পতিবার সাড়ে আটটার দিকে গোমস্তাপুর উপজেলার নিমতলা মোড়ে এ ঘটনা ঘটে। হামলার শিকার ব্যক্তি: গোমস্তাপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল সাত্তার ও তার স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়; বৃহস্পতিবার বিকেলে টিভিতে সংবাদ দেখা নিয়ে ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওই এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে আঃ সাত্তারের সাথে একই এলাকার জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক আল আমিন বিশ্বাসের পিতা মজিবুর রহমানের বচসা হয়। এ ঘটনার জের ধরে সন্ধ্যায় পুনরায় ওই ছাত্রদল নেতার বাবা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করলে আওয়ামী লীগ নেতা আঃ সাত্তার প্রতিবাদ করে। পরে ছাত্রদল নেতা আল আমিন, তার পিতা ও চাচাত ভাই তাকে হাসুয়া দিয়ে আঘাত করে। তার স্ত্রী সুলেখা বেগম তাকে রক্ষা করতে গেলে তাকেও আঘাত করে ওই ছাত্রদল নেতা ও তার সঙ্গীরা। এ সময় অন্যরা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। গুরুতর আহত আওয়ামী লীগ নেতা ও তার স্ত্রীকে রাতে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তাৎক্ষণিক গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের নিয়ে আসা হয়। পরে আওয়ামী লীগের নেতৃবৃন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন শারীরিক অবস্থা খোঁজখবর নিতে। সাথে সাথে ছুটে আসেন জেলা আওয়ামী লীগের সভাপতি ভারপ্রাপ্ত ও সাবেক সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান।
এছাড়াও সেখানে উপস্থিত হন; গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন মন্ডল, বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামিউল আলম শ্যামল, চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও সাবেক কাউন্সিলর জাহিদ হাসান মুক্তা, গোমস্তাপুর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম টাইগার প্রমুখ।
হাতের রগ কেটে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমাস আলী সরকার জানান; ঘটনা শোনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ আসলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।