গোমস্তাপুরে ফেনসিডিলসহ আটক -২

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২২

গোমস্তাপুর প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ২৪ বোতল ফেন্সিডিলসহ ২ জনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলো-রাজশাহী মহানগরীর আলীগঞ্জ পাঠানপাড়ার মফিজুল ইসলামের ছেলে রুবেল ও শিরোইল এলাকার গোলাম মর্তুজার ছেলে আঃ সালাম।

বুধবার সকালে গোমস্তাপুর- কানসাট সড়কের চৌডালা সেতুর টোলঘর এলাকা থেকে তাদের আটক করা হয়।

গোমস্তাপুর থানার ওসি আলমাস আলী সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে ২৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত মোটর সাইকেলটি জব্দ করা হয়েছে।  

এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

পোস্টটি শেয়ার করুন