

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।
শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এলাকার জাতীয় সংসদ সদস্য জিয়াউর রহমান।
এ উপলক্ষে শুক্রবার উপজেলা প্রশাসন আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেক কর্তন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী। উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুন।
বক্তব্য রাখেন, জাতীয় সংসদ সদস্য জিয়াউর রহমান, উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা, শিক্ষানুবীশ সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান, গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডাঃ কাওসার আলী,সাংবাদিক আতিকুল ইসলাম আজম, প্রধান শিক্ষক আঃ মতিন প্রমূখ।
এছাড়া ইসলামিক ফাউণ্ডেশনের উদ্যোগে খতমে কুরআন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অপরদিকে, উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে রহনপুর কলোনি মোড়স্থ দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেক কর্তন ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে অংশ নেন সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা বিশ্বাস, রহনপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আঃ আজিজ, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বিশ্বাস, আওয়ামী লীগ নেতা তরিকুলইসলামসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।