গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌর আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদাত বার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে রহনপুর পৌরসভার কলোনী মোড়স্থ উপজেলা দলীয় কার্যালয়ে দলীয়, জাতীয় ও কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃর্তিতে মাল্যদান ও দোয়া খায়ের করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন; উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, রহনপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র গোলাম রাব্বানী বিশ্বাস, গোমস্তাপুর উপজেলা আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোমিন বিশ্বাস, গোমস্তাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তাদির বিশ্বাস, স্বেচ্ছাসেবক লীগ নেতা আনোয়ারুল ইসলাম বুলবুল প্রমুখ।