গোমস্তাপুরে বঙ্গবন্ধুর ৪৯তম শাহাদাত বার্ষিকী পালিত

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১:২৪ পূর্বাহ্ণ, আগস্ট ১৬, ২০২৪
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 39;

গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌর আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদাত বার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে রহনপুর পৌরসভার কলোনী মোড়স্থ উপজেলা দলীয় কার্যালয়ে দলীয়, জাতীয় ও কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃর্তিতে মাল্যদান ও দোয়া খায়ের করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন; উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, রহনপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র গোলাম রাব্বানী বিশ্বাস, গোমস্তাপুর উপজেলা আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোমিন বিশ্বাস, গোমস্তাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তাদির বিশ্বাস, স্বেচ্ছাসেবক লীগ নেতা আনোয়ারুল ইসলাম বুলবুল প্রমুখ।

পোস্টটি শেয়ার করুন