গোমস্তাপুরে বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ও আলোচনা সভা

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৮:৫১ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২০

নিজস্ব প্রতিবেদকঃ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০ তম জন্মবার্ষিকী ও শোকাবহ আগষ্ট উপলক্ষে শিক্ষা সামগ্রী বিতরণ ও আলোচনা সভা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্যা টুমরো ফাউন্ডেশন, চাঁপাই নবাবগঞ্জ।

আজ ৮ আগষ্ট শনিবার বিকেলে চাঁপাই নবাবগঞ্জ গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের জশৈল উচ্চ বিদ্যালয় মাঠে ৩০০ শিশুর মাঝে বিভিন্ন প্রকার শিক্ষা সামগ্রী বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

শিক্ষা সামগ্রী বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার ডিসি ফুড, মানবিক কর্মকর্তা মোঃ সেফাউর রহমান।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহ।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী কেয়া রহমান, রাধানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সাইদুর রহমান, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য ও রাবি ছাত্রলীগের সহ-সভাপতি আতিকুর রহমান সুমন,গোমস্তাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি কাওসার আহমেদ সাগর, রহনপুর ইঃআ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি, দেলোয়ার হোসেন,বিশিষ্ট ব্যবসায়ী বায়তুর মামুর হিমেলপ্রমুখ।

অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন সেভ দ্যা টুমরো ফাউন্ডশনের জেলা সভাপতি রাশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সামিউল ইসলাম সিজার,সংগঠনের সহ-সভাপতি মৌসুমি আক্তার স্মৃতি, সাংগঠনিক সম্পাদক সানোয়ার হোসেন সিহাব।

আলোচনা সভা শুরুর আগে আগষ্টের শহীদের স্মরণে এক মিনিট নিরাবতা পালন করা হয়।

আলোচনা সভা শেষে শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী তুলে দেন প্রধান অতিথি মোঃ সেফাউর রহমান।
জাতির পিতা, বঙ্গমাতা সহ আগষ্টের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
সবশেষে জশৈল উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ করে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথি বৃন্দ।

পোস্টটি শেয়ার করুন