গোমস্তাপুরে বন্যাকবলিত এলাকা ও ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৪:৫৭ পূর্বাহ্ণ, জুলাই ২৯, ২০২০

নিজস্ব প্রতিবেদকঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের আলমপুর এলাকার নিম্নাঞ্চল বন্যাকবলিত হয়ে আম বাগানে আশ্রয় নেয়া বন্যার্তদের সাথে দেখা করেছেন জেলা প্রশাসক এজেডএম নুরুল হক।

পরে তিনি মহানন্দা নদীর ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত দূর্গাপুর বাঁধ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, জেলা প্রসাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চন্দন কর, ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা হাবিবুর রহমান প্রমুখ।
এসময় জেলা প্রশাসক আম বাগানে আশ্রয় নেয়া বন্যার্তদের জন্য দ্রুত ত্রানের ব্যবস্থা ও ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতে আশ্বাস প্রদান করেন।

পোস্টটি শেয়ার করুন