ট্রিবিউন ডেস্কঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর বরেন্দ্র কলেজ শাখা ছাত্রলীগের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় বরেন্দ্র কলেজ প্রাঙ্গণে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন; চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মৌসুমি আক্তার স্মৃতি, গোমস্তাপুর উপজেলা শাখার সভাপতি শাহরিয়ার জামান আনসারী, সহ সভাপতি দুরুল হোদা স্বপন, জহুরুল ইসলাম জয়, ইকবাল হোসেন, সুমন আলি সজীব, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল হক, মামুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক মোহবুল ইসলাম মাহাবুব, আসাদুল ইসলাম, বাঙ্গাবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি গোলাম মাওলা, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, আলিনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইদ আব্দুল্লাহ, রাধানগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মুক্তার হোসেন, সাধারণ সম্পাদক রোকন আলী, রাধানগর বরেন্দ্র কলেজ শাখার আহবায়ক মারুফ হোসেন, বাঙ্গাবাড়ী ইউনুস স্মরণী কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জেম আলম, সদস্য শাহিন আলম, আলীনগর স্কুল ও কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সজীব আলি প্রমুখ।