গোমস্তাপুরে বাবার সাথে নদীতে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ণ, জুন ৩, ২০২২

গোমস্তাপু্র প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বাবার সাথে মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরেছে আব্দুর রহমান নামে ৩ বছর বয়সী এক শিশু।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের ব্রজনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই শিশু ওই গ্রামের সামাউল আলীর ছেলে।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কুমার দাস জানান, বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে ওই শিশু তার বাবার সাথে ওই গ্ৰামের পাশ দিয়ে বয়ে যাওয়া মহানন্দা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। পরে ঘটনাস্থল থেকে প্রায় ১ কিলোমিটার দূরে কাশিয়াবাড়ী ঘাটে বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে নদীতে তার লাশ ভেসে ওঠে। 

__নাহিদ ইসলাম

পোস্টটি শেয়ার করুন