গোমস্তাপুর প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ঊষা মানবিক উন্নয়ন সোসাইটির আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহোযোগিতায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে ঊষা মানবিক উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক আব্দুর রহিম এর সভাপতিত্বে প্রধান কার্যালয় তাহের নগর এলাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন।
এসময় উপস্থিত ছিলেন-উপজেলা সমাজ সেবা অফিসার নুরুল ইসলাম, রহনপুর পৌরসভার কাউন্সিলর আব্দুর রাজ্জাক, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমদ, সাংবাদিক আব্দুল্লাহ আল নাহিদ,জাকির হোসেন সনি প্রমুখ।
সভায় সকল বক্তা তাদের বক্তব্যে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতন হতে অভিভাবক সহ সকলের প্রতি আহবান জানান।