গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ সারা দেশে চলমান আন্দোলনের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুরে বিক্ষোভ সমাবেশ করেছে গোমস্তাপুর উপজেলা বিএনপি।
বৃহস্পতিবার বিকেলে রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন গোমস্তাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালাম তুহিন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন; চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য বিএনপি নেতা আলহাজ্ব আমিনুল ইসলাম।
আরো বক্তব্য রাখেন; চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, রহনপুর পৌরসভার সাবেক মেয়র তারিক আহমদ, ভোলাহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, নাচোল পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুরুল হোদা, বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মদ মাসুম, মহিলা দলনেত্রী নুরুন নেসা বাবলি প্রমুখ।