

গোমস্তাপুর প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার চৌডালা ইউনিয়ন কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ফজল-ই-খুদা।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিমউদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা, উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান,চৌডালা ইউপি চেয়ারম্যান শাহ আলম, গোমস্তাপুর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম।
আলোচনা শেষে উপস্থিত জনসাধারণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধান অতিথি ফজল-ই-খুদা।
পোস্টটি শেয়ার করুন