গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিরল রোগে আক্রান্ত শিশু আম্বিয়াকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা ও খাদ্য সামগ্রী দিয়েছেন গোমস্তাপুর উপজেলা নিবার্হী অফিসার আসমা খাতুন।
বুধবার (২৪ আগষ্ট) বিকেলে তিনি উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের গোপালনগর গ্ৰামে আজিজুল হকের বাড়িতে গিয়ে শিশুটির বাবা- মার সাথে দেখা করে তার চিকিৎসার খোঁজখবর নেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান প্রমূখ। পরে তিনি তাঁর পরিবারকে আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী প্রদান করেন।