গোমস্তাপুর প্রতিনিধি: ‘কাউকে পশ্চাতে রেখে নয় ভালো উৎপাদনে উত্তম পুষ্টি সুরক্ষিত পরিবেশ এবং উন্নত জীবন’ শ্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিশ্ব খাদ্য দিবস উদযাপন করা হয়েছে।
সোমবার সকাল ৯ টায় উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন- উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন।
প্রধান অতিথি ছিলেন- উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা। বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, উপজেলা কৃষি অফিসার তানভির আহমেদ সরকার, উপজেলা সহকারী কৃষি সম্প্রসারন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সেরাজুল ইসলাম প্রমুখ।