

গোমস্তাপুর(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ ‘এক সাগর রক্তের বিনিময়ে বাংলায় স্বাধীনতা আনলো যারা,আমরা তোমাদের ভুলবোনা’ আজ মহান বিজয় দিবস।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ী ইউনিয়ন কমান্ড মুক্তিযোদ্ধা সংসদ বীর মুক্তিযোদ্ধাদের চিত্ববিনোদনের জন্য আইডিয়ায়েল কর্মসহায়ক ফাউন্ডেশন আস্থা ম্যানেজমেন্ট লিঃ এর উদ্যোগে ২১ ইঞ্চি কালার টেলিভিশন উপহার দেওয়া হয়েছে।
বুধবার বিকেলে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বাংগাবাড়ী ইউনিয়ন কমান্ডার কার্যালয়ে এ উপহার প্রদান করা হয়েছে।
বাংগাবাড়ী ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয় অবসার প্রাপ্ত প্রধান শিক্ষক গাজী উদ্দিন গাজী,,বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান,বীর মুক্তিযোদ্ধা মজলুম হক,আস্থা ম্যানেজমেন্ট জোনাল অফিসার রশিদুল হক বাবু,সাদিক অরফানেজ ট্রাস্ট পরিচালক এম,এ সাদিক,আস্থা ম্যানেজমেন্ট লিঃ বাংগাবাড়ী শাখা ব্যবস্থাপক মশিউর রহমান প্রমূখ।
জোনাল অফিসার বলেন, বাংগাবাড়ী মুক্তিযোদ্ধাদের পাশে তিনি সব সময় থাকার আশ্বাস দিয়েছেন।