গোমস্তাপুর প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আম বাগান থেকে লেদি বেগম(৮০)নামে এক বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি আত্মহত্যা করেছেন বলে পুলিশ ধারণা করছে।
মঙ্গলবার সকালে উপজেলার রহনপুর (নন্দীপুর) ইউনিয়নের পাথরপূজা গ্রামের একটি আমবাগান থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। সে ওই এলাকার মৃত শরিফউদ্দীনের স্ত্রী।
গোমস্তাপুর থানার ওসি আলমাস আলী সরকার জানান, স্থানীয় সংবাদের ভিত্তিতে ওই এলাকার একটি আম বাগানে ঝুলন্ত অবস্থায় ওই বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত লাশের ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। ওই বৃদ্ধা মানসিক ভাবে অসুস্থ থাকায় এরআগেও বেশ কয়েকবার আত্মহত্যার চেষ্টা চালায় বলে তিনি জানান।