গোমস্তাপুর প্রতিনিধি: আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ কার্যক্রমের আওতায় জয়িতা শ্রেষ্ঠ জয়িতাদের সন্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শুক্রবার সকালে দিবস টি উপলক্ষে একটি র্যালি রহনপুর পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন।
প্রধান অতিথি ছিলেন; উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা।
বক্তব্য রাখেন; উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাস, রহনপুর পৌর সভার প্যানেল মেয়র জাহানারা পারভীন, উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম, শ্রেষ্ঠ জয়িতা পদ্মা রানী,সোভা রানী মজুমদার, সুধিন জেরি, রোজিনা বেগম প্রমুখ।
সভা শেষে চারজন জয়িতাকে ক্রেষ্ট প্রদান করা হয়।