গোমস্তাপুরে বেপরোয়া হয়ে উঠতে শুরু করেছে কিশোর গ্যাং।

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ২:০৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২২

মোঃ সিফাত রানা গোমস্তাপুর (চাঁপাইনবয়াবগঞ্জ): চাঁপাইনবাবগঞ্জের জেলা ও উপজেলা গুলোতে বেপরোয়া হয়ে উঠেছে কিশোর গ্যাং সদস্যরা। যারা দল বেঁধে চলাফেরা করে গোমস্তাপুর উপজেলা গুলোর বিভিন্ন এলাকা ভিত্তিক বিভিন্ন নামে গড়ে উঠেছে কিশোর গ্যাং এর কোরাম। দ্রুত এদের লাগাম টানা নাহলে ঘটবে অপরাধমূলক বড় বড় ঘটনা। দলীয় ছত্রছায়ায় কিংবা নেতাদের নাম ভাঙিয়ে কিশোর গ্যাং গুলো উপজেলার বিভিন্ন এলাকায় গড়ে তুলছে অপরাধমূলক কর্মকাণ্ড। এদের বেশিরভাগ স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী যাদের বয়স ষোলো থেকে বিশ বছর।

কিশোর গ্যাং এর সদস্যদের দেখা যায় উপজেলা জুড়ে মোটর সাইকেল কিংবা সাইকেলে মহড়া দিচ্ছে। মেয়েদের ইভটিজিং করা, থেকে করছে চুরি ছিনতাইও। ঘুরতে যাওয়া মানুষদের ছবি তুলে ব্লাকমেইল করা। এখানেই ক্ষান্ত নয় তারা। গোমস্তাপুর উপজেলার বিভিন্ন অলিগলিতে মাদকের বিষ ছড়াচ্ছে এই কিশোর গ্যাং এর সদস্যরাকে দেখা যায় একই কর্মকান্ড।

তবে সরজমিনে সূত্রে বলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রুপ খুলে কিশোর গ্যাং এর সদস্যরা নানাবিধ অপরাধমূূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এমনকি এই গ্রুপ গুলো মাদকের সিন্ডিকেট চালিয়ে যাচ্ছে হরহামেশা।

পর্যটক স্থান গুলোতে মেয়েদের ছবি তোলা ভিডিও সহ নানান ভাবে উত্যক্ত করছে কিশোর গ্যাং এর সদস্যরা।

একাধিক স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীর মা বাবার সাথে কথা বললে তারা জানায়, প্রশাসন যদি সন্ধ্যার পরে এই সকল ছেলেদের রাস্তাঘাটে পায় তাদের আটক করে গার্ডিয়ান খবর দিলে অনেকটা কমবে কিশোর গ্যাংদের আড্ডা। এছাড়াও দিনের বেলা প্রশাসনের নজরদারী দরকার বলে মনে করেন তারা। একাধিক এ সকল এলাকা গুলোতে প্রশাসনের নজরদারী বাড়ালে কমবে অপরাধমূলক কর্মকাণ্ড।

পোস্টটি শেয়ার করুন