গোমস্তাপুরে ভ্যান ছিনতাই করে চালককে হত্যা, গ্রেফতার ৩

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২০

গোমস্তাপুর প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভ্যান ছিনতাই করে শ্বাসরোধ করে চালককে হত্যা করেছে ছিনতাইকারীরা।এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ

গত সোমবার গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের যাতাহারা বাজার নামক স্থানে এই ঘটনা ঘটে।
নিহত ভ্যানচালকের বাড়ি পার্বতীপুর ইউনিয়নের ধলখোর গ্রামে।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন জানান, গত সোমবার সন্ধ্যায় আব্দুল হাকিম ভ্যানচালক সিহাবকে ভাড়া নিয়ে যাওয়ার জন্য ডাকে। মাধাইপুর থেকে যাতাহারা যাওয়ার পথি মধ্যে যাতাহারা বাজারের পিছনে আখ খেতে সিহাব কে শ্বাসরোধ করে হত্যা করে ভ্যান টি ছিনতাই করে পালিয়ে যায়।
মঙ্গলবার সারাদিন ছেলেকে খোঁজাখুঁজি করে না পেয়ে বিকেলে গোমস্তাপুর থানায় শিহাবের পিতা সাদিকুল ইসলাম জিডি করেন। জিডির সূত্র ধরে শিহাবের মোবাইল ছিনতাই হওয়া নাম্বার থেকে ট্রাকিং করে মঙ্গলবার গভীর রাতে তিনজনকে আটক করে গোমস্তাপুর থানা পুলিশ।
আটককৃতরা হলো ছোট দাদপুর গ্রামের আফজাল হোসেনের ছেলে আব্দুল হাকিম (৩২), বোয়ালিয়া কাশিয়াবাড়ী গ্রামে তরেফ আলীর ছেলে মোয়াজ্জাম (৫০), শিবগঞ্জ উপজেলা কর্নখালি মির্জাপুর গ্রামের আব্দুস সালেকের ছেলে সুজন আলি (২২) কে আটক করে।

পরে আসামীদের স্বীকারোক্তি অনুযায়ী বুধবার ভোর সাড়ে চারটায় ছিনতাইকৃত ভ্যান ও সিহাবের লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় সিহাবের পিতা বাদী হয়ে গোমস্তাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পোস্টটি শেয়ার করুন