মোঃ সামিরুল ইসলাম: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের চৌডালা ইউনিয়নের চৌডালা গ্রামের মোঃ সাখাওয়াত হোসেনের ছেলে সানুয়ার হোসেন (৩২) নামের এক যুবকের মহানন্দা নদীতে ডুবে মৃত্যু হয়েছে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস জানান, বৃহস্পতিবার ( ২৩ শে জুন )
আনুমানিক দুপর ২টার দিকে পাশ্ববর্তী মহানন্দা নদীতে গোসল করতে গেলে পানিতে ডুবে যায়। তারপর অনেক খুঁজাখুঁজি করে না পাওয়া গেলে। বিকেল সাড়ে ৩টা দিকে গোমস্তাপুর ফায়ার সার্ভিস এসে ঐ ইউনিয়নের বালুটুঙ্গী ঘাট হতে তার মৃত্যু দেহ উদ্ধার করে।
পারিবারিক সুত্রে জানা যায়, মৃত্যু ব্যক্তি দীর্ঘ যাবৎ মৃগী রোগে ভূগছিলেন। ধারনা করা হচ্ছে সে নদীতে গোসল করতে নামলে এই রোগের উৎপত্তি হলে সে পানিতে ডুবে মারা যায়।