

গোমস্তাপুর প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
রোববার সকাল থেকে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা অনুষ্ঠানের আয়োজন করে।
সকালে রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ ও উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; জেলা আওয়ামী লীগের (সভাপতি) ও সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান।
এতে সভাপতিত্ব করেন; উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুন।
উপস্থিত ছিলেন; সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা বিশ্বাস, উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু, বীর মুক্তিযোদ্ধাগন, সরকারি কর্মকর্তাসহ সর্বস্তরের জনগণ।
পরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করা হয়।