গোমস্তাপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ফেনসিডিলসহ দুই মাদকব্যবসায়ী গ্রেপ্তার

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১০:৩৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২১

নিজস্ব প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার গোমস্তাপুর-কানসাট সড়কে ২৮ ডিসেম্বর মঙ্গলবার ৫১ বোতল ফেনসিডিলসহ ২ জনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের একটি আভিযানিক দল।

এদিন সন্ধ্যায় ডিএনসি জেলা কার্যালয়ের উপ-পরিচালক আনিছুর রহমান খান বিষয় টি নিশ্চিত করেছেন।

জানাগেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের একটি চৌকস দল গোমস্তাপুর-কানসাট সড়কে মাদকবিরোধী অস্থায়ী তল্লাশী চৌকি বসিয়ে বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি করার এক পর্যায়ে একটি সিএনজির দু’জন যাত্রীর কাজ থেকে ৫১ বোতল ফেনসিডিল উদ্ধার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে, নাচোল উপজেলার গনইর এলাকার ফাইজুদ্দিন বিশ্বাসের ছেলে মনিরুল ইসলাম(৩৫) ও দরবেশপুর এলাকার তাজেমুলের ছেলে জীবন আলী(৩২)।

জেলা ডিএনসি কার্যালয়ের পরিদর্শক মো. সাইফুর রহমান রানার নেতৃত্বে উপপরিদর্শক খোন্দকার সুজাত আলী, হাবিবা খাতুন, সরোয়ার, জাহিদ, বাশার, আখতারুজ্জামান, জাহিদুরসহ সঙ্গীয় ফোর্স তল্লাশী চৌকিতে এ মাদক উদ্ধার করে।

এ ঘটনায় আসামীদের বিরুদ্ধে গোমস্তাপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন