গোমস্তাপুর প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুরে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মহান মুক্তিযুদ্ধের চেতনা, স্মৃতিচারণ ও বীরত্বের গাঁথা “মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান” শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২ মার্চ বুধবার সকালে উপজেলা সভাকক্ষে এই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে গোমস্তাপুর উপজেলা প্রশাসন।
গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মিজানুর রহমানের সভাপতিত্বে এই আলোচনায় অংশ নেন সাবেক সাংসদ ও গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তাফা বিশ্বাস, উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ূন রেজা, সাবেক উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার মোস্তফা কামাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল হামিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম, শিক্ষক আব্দুল মতিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, নিজাম উদ্দিন, আব্দুল মজিদ প্রমুখ।
আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।