

নিজস্ব প্রতিবেদকঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুরে মুক্তির উৎসব ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী মেলার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৭দিন ব্যাপি মেলায় বিভিন্ন প্রতিযোগিতার জয়ীদের মাঝে ও মেলায় অংশ গ্রহণকারীদের তিনটি স্টলকে পুরস্কৃত করা হয়।
উপজেলা প্রশাসন আয়োজিত সমাপণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন।
বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা,রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সুলতানুল ইমাম, প্রাণীসম্পদ কর্মকর্তা কাওসার আলি।
এরআগে দুপুরে বীরমুক্তিযোদ্ধাদের সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।