

গোমস্তাপুর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ ‘মুজিববর্ষের আহ্বান, বেশি করে গাছ লাগান’ স্লোগানকে সামনে রেখে রহনপুর মুক্ত মহাদল স্কাউট ও বাংলাদেশ স্কাউটস গোমস্তাপুর উপজেলা শাখা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে।
রবিবার সকালে রহনপুর পৌর এলাকার খয়রাবাদ, রহনপুর ইউনিয়নের ধুলাউড়ি কবরস্থান,পীরপুর দাখিল মাদ্রাসা,মধ্য কাজিগ্রামের স্কাউটের বাড়ির আঙিনায় বৃক্ষ রোপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলায় স্কাউটসের সহ-সভাপতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম, উপজেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, রহনপুর পিএম আইডিয়াল কলেজের প্রভাষক নাজিম উদ্দিন সরকার হীরা,স্কাউট লিডার ফিরোজ আলী, সদস্য সারোয়ার জাহান সুমন, মেহেদী হাসান, রহনপুর মুক্ত মহাদল স্কাউটসের কোষাধক্ষ্য মফিজ আহমেদ নাদিমপ্রমুখ।
বৃক্ষরোপণের পাশাপাশি স্কাউট সদস্যরা করেনা থেকে সবাইকে সচেতন করার পাশাপাশি মাস্ক বিতরণ করে।