গোমস্তাপুর প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উপজেলা পর্যায়ে মেধা অন্বেষণ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শনিবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে বাংলাদেশ এডুকেশন এন্ড ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন; উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান। বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত শিক্ষক গাজী উদ্দিন, সংগঠনের সভাপতি প্রভাষক হারুন-অর-রশিদ টিটো প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন; নজরুল অটো রাইস মিলের ব্যবস্থাপনা পরিচালক খাদিমুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সম্পাদক আসাদুল্লাহ আহমদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আসমা খাতুনসহ প্রতিযাগিতার বিচারকমন্ডলী।
অনুষ্ঠানে তিনটি প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সম্পাদক মোরশেদুল হাসান সাগর।