

নিজস্ব প্রতিবেদক: যথাযোগ্য মর্যাদায় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুরে পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ উপজেলা প্রশাসনের উদ্যোগে শ্রদ্ধা নিবেদনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে।
একুশের প্রথম প্রহরে রহনপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি(ভারপ্রাপ্ত) ও সাবেক সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান।
পরে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা, গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা বিশ্বাস ও সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মন্ডল।
এছাড়াও একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন করেন রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খান, জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবিহা শবনম কেয়া, গোমস্তাপুর উপজেলা যুবলীগ, উপজেলা ছাত্রলীগ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ, রহনপুর পৌর ছাত্রলীগ, রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন।
সকাল সাড়ে ১০ টায় গোমস্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা, পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও সাবেক সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা করা হয়।