গোমস্তাপুরে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালী ও আলোচনা সভা

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২০

গোমস্তাপুর প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করেছে গোমস্তাপুর উপজেলা আওয়ামী যুবলীগ।

বুধবার সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় কর্মসূচি।
পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে মাল্যদান করে একটি র‍্যালী বের রহনপুর পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি রাশেদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম টাইগার এর পরিচালনায় প্রধান প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা বিশ্বাস।

আরো বক্তব্য রাখেন রহনপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ ,সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বিশ্বাস ,উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মামুন-উর-রশিদ,মহিলা আওয়ামী লীগ নেত্রী ও সমাজসেবিকা কেয়া রহমান,বোয়ালিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রমজান আলী ,বাঙ্গাবাড়ী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল লতিফ, জেলা পরিষদের সদস্য হালিমা খাতুন,যুবলীগ নেতা শিবলী নোমান,জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক দুরুল হোসেন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি এন্তাজুল হক,সাখাওয়াত হোসেন মিলন,ছাত্রলীগ নেতা দুরুল হোদা স্বপন প্রমুখ।

সভাশেষে ৪৮তম জন্মদিনের কেক কাটা হয়।

পোস্টটি শেয়ার করুন