

গোমস্তাপুর(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ি ইউনিয়নের বাঙ্গাবাড়ি দাড়ি পাতা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির বৃহস্পতিবার দুপুর তিনটায় ইন্তেকাল করেন ইন্নানিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন..।
তাঁর মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী এক ছেলে এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বাংগাবাড়ী অজগরা গোরস্থানে তাঁর জানাজার নামাজ বিকেল পাঁচটায় অনুষ্ঠিত হয়।
জানাজায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি গোমস্তাপুর শাহরিয়ার নাজির, চাঁপাইনবাবগঞ্জ জেলা সাবেক ডেপুটি কমান্ডার তাজুল ইসলাম সোনা রদী, সাবেক গোমস্তাপুর উপজেলা কমান্ডার মোস্তফা কামাল হোসেন ,মোজাম্মেল হক মাস্টার, সাবেক বাংগাবাড়ী ইউনিয়ন কমান্ডার আব্দুল মান্নান সহ মুক্তিযোদ্ধা গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানাজা শেষে গোমস্তাপুর থানার ওসি তদন্ত সেলিম রেজা নেতৃত্বে মুক্তিযোদ্ধা কে গার্ড অব অনার প্রদান করা হয়।