

গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শহীদ শেখ রাসেল এর ৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষে শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, র্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে আনন্দ র্যালি বের হয়। পরে র্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে রহনপুর পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুনের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও সাবেক সংসদ সদস্য মুহা. জিয়াউর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ূন রেজা, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম, ওসি তদন্ত সেলিম রেজা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাওসার আলী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম টাইগার, রহনপুর পৌর ছাত্রলীগের সভাপতি এন্তাজুল হক, সাধারণ সম্পাদক তাসরিফ আহমেদ প্রমূখ।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে মোসা. সারমিন খাতুনের লেখা একক কাব্যগ্ৰন্থ ‘এসো তবে’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।