গোমস্তাপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১:৩৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২২

গোমস্তাপুর প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা সভাকক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুন।

সভায় বক্তব্য রাখেন; রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ আলমাস আলী সরকার, উপজেলা আনসার ভিডিপি অফিসার রইস উদ্দিন, ১৬ বিজিবির রহনপুর কোম্পানি কমান্ডার মাহফুজুর রহমান, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক সচিন বর্মন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ডলার কুমার সাহা প্রমূখ।

এ সময় উপস্থিত ছিলেন; উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা আকতার, চৌডালা ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, গোমাস্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমানসহ বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি ও সেক্রেটারিবৃন্দ।

পোস্টটি শেয়ার করুন