গোমস্তাপুরে শিক্ষা প্রতিষ্ঠানে জলাবদ্ধতা নিরসনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২২

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনুস স্বরণী স্কুল এন্ড কলেজ মাঠের স্থায়ী জলাবদ্ধতা নিষ্কাশনের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার শিক্ষা প্রতিষ্ঠানের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ওই স্কুল ও কলেজের তিন শতাধিক ছাত্র-ছাত্রীরা অংশ নেন। 

মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থীরা জানান, একটু বৃষ্টি হলেই স্কুল ও কলেজ মাঠটি বছরের প্রায় অর্ধেক সময় জলাবদ্ধ হয়ে থাকে। হাটুপানির ওপর দিয়ে অনেক সময় প্রতিষ্ঠানে  যেতে হয়। ছাত্র-ছাত্রীর খেলাধূলা করতে পারে না। তাঁদের দাবি একটাই মাঠটি ভরাট করে ছাত্র-ছাত্রীদের চলাচলের উপযোগী করে তোলা হোক।

এ বিষয়ে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোস্তফা কামাল সাংবাদিকদের জানান, শিক্ষার্থীদের এই মানববন্ধন তিনি না জানলেও তাঁদের এই দাবির সাথে আমরাও একমত। স্কুলও কলেজ মাঠের এ জলাবদ্ধতা নিরসন হওয়া দরকার।

পোস্টটি শেয়ার করুন